অবৈধভাবে ক্যান্সারের ওষুধ আমদানি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা!

সৈকত মনি, ক্রাইম ফাইল 

ক্যান্সারের বিদেশি ওষুধ অবৈধভাবে আমদানি করে বিক্রি করার অভিযোগে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও লাজ ফার্মাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

ক্যান্সার রোগের চিকিৎসার জন্য অস্ট্রজেনেসিয়া এর প্রস্তুতকৃত জোলাদেস ৩.৬ নামক ওষুধের মোড়কে আমদানিকারকের নাম, ঠিকানা ও ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ড্রাগ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধিনে এই জরিমানা করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইকতান্দার হোসেন ২৬ জুলাই জাতীয় ভোক্তা অধিকারে প্রতিকার চেয়ে অভিযোগ করেন। ভোক্তা অধিকার প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ পায়। এরপর শুনানিতে প্রতিষ্ঠান দু’টি অনুমোদিত বিদেশি ওষুধ অবৈধভাবে বিক্রয়ের কথা স্বীকার করে নেয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ফার্মেসি দু’টিকে ভোক্তা অধিকার আইনে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে আমদানিকৃত এই ওষুধ বিভিন্ন ফার্মাসিতে ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রয় হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। অবৈধভাবে আমদানি করায় ওষুধ  নকল অথবা মেয়াদ উত্তীর্ণ হতে পারে। আর মেয়াদ উত্তীর্ণ ওষুধের মোড়ক ঘষামাজা করে বিক্রির সম্ভাবনা বেশি তাই প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন এই আইনজীবী।