নিউজ ডেস্ক, ক্রাইম ফাইল
রাজধানীতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩৭১পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৬ গ্রাম ১৬৯০ পুরিয়া হেরোইন,২১ কেজি ২৭০ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা, ৯৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ০৪ বোতল ফেন্সিডিল উদ্ধারকরা হয়।
৩০ আগস্ট, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা রুজু হয়েছে।