নিউজ ডেস্ক, ক্রাইম ফাইল
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোকে বাস্তবায়ন করছেন। অল্প সময়ের মধ্যে তিনি দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, ১৯৭৫ সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা কাপুরুষের মতো অতর্কিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিছুদিনের জন্য করলেও তা ধরে রাখতে সক্ষম হয়নি। তারা সত্যকে অস্বীকার করে মানুষের মধ্যে মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।
প্রধানমন্ত্রীর প্রতি আল্লাহর দয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অল্প সময়ের মধ্যে তিনি সফলতা এনে দিয়েছেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী যেন বঙ্গবন্ধুর স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করতে পারেন এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন মন্ত্রী।