কক্সবাজার প্রতিনিধি, ক্রাইম ফাইল
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা নেতার কিশোরী মেয়ের রাজকীয় কান ফোঁড়ানো অনুষ্ঠান হওয়ার খবর পাওয়া গেছে। অনুষ্ঠানে ১ কেজি স্বর্ণালংকার ও নগদ ৪৫ লাখ টাকাসহ বিভিন্ন উপহার দেয়া হয়েছে ওই রোহিঙ্গাকন্যাকে। খবর ইউএনবির।
অতিথিদের দেয়া এমন উপহারে ধীরে ধীরে আয়োজকের বাড়ি স্বর্ণালংকারের স্তূপে পরিণত হয়। একইভাবে টাকায় বস্তা ভর্তি হয়ে যায়। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে টেকনাফের রোহিঙ্গা নেতা নূর মোহাম্মদের কিশোরী মেয়ের কান ফোঁড়ানো অনুষ্ঠানে।
তবে ওই রোহিঙ্গা নেতা সম্পর্কে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ অনেক মামলা রয়েছে। তিনি মোস্ট ওয়ানটেড আসামি।
রোহিঙ্গা নেতার মেয়ের রাজকীয় অনুষ্ঠান সম্পর্কে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, এরকম রাজকীয় অনুষ্ঠান আয়োজন করা রোহিঙ্গাদের জন্য কোনো ব্যাপার না। এখানে সবাই এখন ধনাঢ্য। অনেক রোহিঙ্গাই এবার ঈদুল আজহায় আড়াই লাখ টাকার বেশি দামের গরু কোরবানিও দিয়েছে। এ ছাড়া কান ফোঁড়ানোর অনুষ্ঠানে গান গাওয়ার জন্য স্বনামধন্য শিল্পীদেরও মোটা অংকের টাকা দিয়ে আনা হয় বলেও জানান তিনি।
ওসি প্রদীপ কুমার জানান, রোহিঙ্গা নূর মোহাম্মদের বাংলাদেশে ৪টি বাড়ি রয়েছে। তার মধ্যে একটি পাকা ভবন, একটি দু’তলা, একটি টিনের ঘর এবং অপরটি বাগান বাড়ি। রোহিঙ্গারাই তাদের ‘ওস্তাদের’ কন্যার কান ফোঁড়ানোর অনুষ্ঠানে এক কেজির মতো স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ রীতিমতো প্রতিযোগিতা করে উপহার সামগ্রী দিয়েছে। যে কারণেই এরকম অস্বাভাবিক পরিমাণে উপহার উঠেছে।