ঘোষণা দিয়ে মারামারি, নিহত ১ আহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি, ক্রাইম ফাইল

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউপির দেওয়ানগঞ্জ বাজারে রবিবার সকালে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী দেওয়ানগঞ্জ বাজারে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় পুলিশ সংঘর্ষ স্থল মজনু গ্রুপের সাতজনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে ও থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি মহেষকুড়া গ্রামের এজাহার উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের কাশেমের ছেলে হিমেল (২৮), গোলাম মোস্তফা ওরফে দুখু মিয়ার ছেলে পাভেল (৩৫), এজাহার উদ্দিনের ছেলে জোনাইদ (৩০), সুলতান উদ্দিনের ছেলে সাগর মিয়া (২২), আহাদ মিয়া (২৫), সঞ্জুরুল হক (৪০) ও জলিল মিয়া (৪৫)। তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

অপর আহত পাভেল, হিমেল, জোনাইদের অবস্থার অবনতি হওয়ায় তাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

জানা যায়, ঈদুল আযহার তৃতীয় দিন সন্ধ্যায় উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে নিহত সাইফুল ইসলামের ভাতিজা কলেজছাত্র রাব্বির সঙ্গে টর্চ লাইটের আলো মুখে পড়াকে কেন্দ্র করে মহেষকুড়া গ্রামের মুক্তুল মল্লিকের ছেলে মজনু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজনু মিয়া রাব্বিকে পিটিয়ে আহত করে। রাব্বি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষের রেষারেষিতে পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজ আলী ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাকের হোসেন সিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।