গোপালগঞ্জ প্রতিনিধি, ক্রাইম ফাইল
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অপহরণের দু’দিন পর চতুর্থ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম স্যামুয়েল সরকার (১০)। রোববার দুপুরে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্যামুয়েল সরকার একই উপজেলার কলিগ্রামের দানিয়াল সরকারের ছেলে। সে তালভেড়ী মিশনারি স্কুলের চতুর্থ শ্রেণি ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদার (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। তিনি একই এলাকার প্রভাষ মজুমদারের ছেলে।
এদিকে এলাকাবাসী স্যামুয়েল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। নিহতের মা জুলিয়া টিয়া সরকার জানান, গত শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে একই এলাকার রিংকু মজুমদার পাখি মারার কথা বলে নিয়ে যায়, এরপর থেকে সে নিখোঁজ থাকে।
অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে এলাকাবাসী স্থানীয় একটি পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়।
আমার একমাত্র ছেলের হত্যার বিচার চাই। মরদেহ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসী রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।